শিক্ষা ও মানবিকতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা ও মানবিকতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিজেরা না খেয়ে পথশিশুদের ও ক্ষুদার্ত ব্যাক্তির মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

নিজেরা না খেয়ে পথশিশুদের ও ক্ষুদার্ত ব্যাক্তির মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

Natore-Kontho24 || নাটোর কন্ঠ ২৪

ছবিঃ নাটোর কন্ঠ ২৪

নিজেরা না খেয়ে বা কম খেয়ে হলেও পথশিশুদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলে ওরা ভীষণ তৃপ্তি অনুভব করে। নিজেরা সবাই নানা সমস্যায় জর্জরিত পরিবারের সদস্য হলেও পথশিশুদের বা পথে থাকা মানুষদের অনাহারে থাকা মুখগুলো তাদের কষ্ট দেয়। অনাহারে কষ্ট পাওয়া মানুষের চাহনি ওদের কচি মনে ঝড় তোলে, তাই সংঘবদ্ধ হয় কিছু একটা করার জন্য।

এমনই উদ্যোগে গড়ে ওঠে নেক্সট জেনারেশন বাংলাদেশ (এন জি বিডি) নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সিলেট বর্নাত্যদের মাঝে সাহায্য নিয়ে হাজির হন এনজিবিডিয়ান'রা

নিজেদের খরচের টাকা বাঁচিয়ে, বাহিরে চা নাস্তা বাদ দিয়ে সবাই মিলে কিছু টাকা যোগাড় হলেই ছুটে যায় নানা জায়গায় অনাহারির মুখে খাবার তুলে দিতে। জেলায় জেলায় ঘুরে ওরা রান্না করা খাবার সহ নানা সাহায্য সামগ্রি বিতরণ করেন।

এন জি বিডি নাটোর টিম এর ইফতারি ইভেন্ট-২০২২

সংগঠনের প্রতিষ্ঠাতা রেডিও জকি ও তরুণ লেখক শরিফা সুহাসিনী বলেন, সামান্য এক প্যাকেট খাবার হাতে পেয়ে অনাহারির মুখে যে প্রশান্তির হাসি দেখতে পাওয়া যায় পৃথিবীতে এর চেয়ে সেরা আনন্দের আর কিছুই নেই।

শোভা ও শ্রেয়াসহ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে করোনার আগে যাত্রা শুরু হলেও এখন সংগঠনের পরিসর বৃদ্ধি পেয়েছে। দেশের ১১ জেলায় তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত হয়েছে।

আয়োজক তরুণ শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই শিক্ষার্থী, বেশি ব্যয় করার সাধ্য নেই। তবুও নিজেদের সীমিত সাধ্যে অন্তত এক বেলা অনাহারীর মুখে আহার তুলে দিতেই এই প্রচেষ্ঠা।

নেক্সট জেনারেশন বাংলাদেশ এ আপনি যুক্ত হতে পারেন একজন গর্বিত  ভলেন্টিয়ার হিসেবে...


রবিবার, ৩ জুলাই, ২০২২

এসএসসি পরীক্ষা পিছিয়ে আগস্টে

এসএসসি পরীক্ষা পিছিয়ে আগস্টে


Natore-Kontho24 | SSC-2022

নিজশ্ব প্রতিবেদক 




সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি গণমাধ্যমকে জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান গণমাধ্যমকে বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের। তবে বন্যা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। পরীক্ষার সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। তবে আমরা সবাই আগস্টের শুরুতেই পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা করছি।


শুক্রবার, ১৭ জুন, ২০২২

সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত

সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ SSC-2022




সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (১৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমে পাঠানে তথ্যে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ১ লাখ ১৬ হাজার ৪৭৩ এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে বন্যাকবলিত জেলা সিলেটে রয়েছেন ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে রয়েছেন ২৩ হাজার ৭৫২ জন। ৪ জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৪৯টি। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ৯২টি।পূর্বঘোষিত তারিখ অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল রোববার (১৯ জুন)। এরই মাঝে দুই সপ্তাহের ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দুই জেলার পথঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে থইথই করছে।

এদিকে সিলেট ও সুনামগঞ্জের ৯টি উপজেলার পানিতে তলিয়ে গেছে ২৩টি পরীক্ষা কেন্দ্র। পানির নিচে দুই জেলার সাড়ে চারশরও বেশি স্কুল, কলেজ ও মাদরাসা।এমতাবস্থায় অনেকে দাবি তোলেন যে, এলাকায় যেসব বহুতল স্কুল ভবন আছে সেগুলোকে যেন অস্থায়ী আশ্রয়কেন্দ্র বানানো হয়।

তারা জানান, পরীক্ষা তো পরেও নেয়া যাবে। মানুষের জীবন যদি না বাঁচে তাহলে তো আর পরীক্ষা নেই। একটি করে স্কুল ছেড়ে দিলেও অন্তত ২৫০ থেকে ৩০০ মানুষ সেখানে আশ্রয় নিতে পারবে। এমন পরিস্থিতিতে শুকবার (১৭ জুন) সকালের দিকে আগামী ১৯ ‍জুন থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা পেছানোর দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরীক্ষার্থীরা জানান, তারা বন্যার কারণে পড়াশোনাও করতে পারছেন না। অনেক শিক্ষার্থী ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। বইখাতা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে। এ কারণে তাদের দাবি যেন এসএসসি পরীক্ষা পেছানো হয়।

শুকবার (১৭ জুন) সকালের দিকে পরীক্ষার্থীদের দাবি জানানোর কয়েক ঘণ্টা পরেই আসে এসএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত।

#ssc-22 #এসএসসি_পরিক্ষা_স্থগিত

নাটোর কন্ঠ 



বুধবার, ২৫ মে, ২০২২

বিদ্যালয়ের গাছ থেকে আম পাড়ায় শিক্ষার্থীকে জুতাপেটা

বিদ্যালয়ের গাছ থেকে আম পাড়ায় শিক্ষার্থীকে জুতাপেটা

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ #রাজশাহী 


বিদ্যালয়ের গাছ থেকে আম পাড়ায় শিক্ষার্থীকে জুতাপেটা




বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ার অপরাধে রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মায়ের সামনেই এক শিক্ষার্থীকে জুতাপেটা করা হয়েছে। ২১ মে উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। যিনি জুতাপেটা করেছেন, তিনি ওই বিদ্যালয়ের গ্রন্থাগারিক।

আজ বুধবার ওই জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে কথা বলার জন্য মা ও ছেলেকে বাড়িতে পাওয়া যায়নি।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্যালয়ের মাঠে বেশ কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। আম পাড়ার বিষয়ে শিক্ষকদের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে। এর মধ্যেই এক ব্যক্তি উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে এক শিক্ষার্থীকে পেটাতে শুরু করেন। ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর মা–ও ছিলেন। তিনি ছেলেকে রক্ষার চেষ্টা করেন। তারপরও ওই শিক্ষার্থীকে ক্ষুব্ধ ব্যক্তি পেটাতেই থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জুতাপেটা করা ওই ব্যক্তির নাম মো. কামরুজ্জামান। তিনি ওই বিদ্যালয়ের গ্রন্থাগারিক। মুঠোফোনে যোগাযোগ করা হলে কামরুজ্জামান আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘ছেলেরা এসে বলছিল যে ওই ছেলে তিনটা আম পেড়েছে। শুনে আমি ওর কাছে গিয়ে বলেছি, তুমি তিনটা কেন, ১০টা আম খেতে পারো, শিক্ষকদের বলে খাবে। তখন সে আমাকে উত্তর দেয়, “আম খাব, তা বলে খেতে হবে? আপনারা আম পেড়ে যখন খান, তখন বলে খান?” এ কথা শুনে আমি ওকে ভয় দেখানোর একটা খড়ি হাতে তুলেছি। ওটা দেখেই আমাকে বলছে, “স্যার আমাকে মারলে আপনার অসুবিধা আছে।” এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে ওকে ধরে নিয়ে যাওয়ার জন্য কলার ধরতে গিয়ে কাদার মধ্যে লুটিয়ে পড়েন। এটা দেখে আমি আর সহ্য করতে পারিনি। আমি পায়ের জুতা নয়, স্যান্ডেল খুলে মেরেছি।’

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী জানান, যে শিক্ষক মেরেছেন, তিনি আওয়ামী লীগ করেন। আর তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগের আরেকটি গ্রুপ বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে। তাঁরাই ছেলে ও তার মাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন।

কামরুজ্জামান বলেন, এ ঘটনার পরদিন বসে বিষয়টি মীমাংসা করে নিয়েছেন। তাঁর খারাপ লেগেছে। তিনি অনুতপ্ত হয়েছেন। ওই ছেলের মা নিজেই মীমাংসার সময় বলেছেন যে তাঁদেরই ভুল হয়েছে। ওই ছেলেও বেয়াদবির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে। আজ হঠাৎ সেই ভিডিওটা কে যেন ফেসবুকে ছেড়ে দিয়েছে। এই নিয়ে হইচই শুরু হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তিনি ডেকে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়েছেন। ওই শিক্ষার্থীর আচরণও খারাপ ছিল। ওর সঙ্গে ধাক্কা লেগে প্রধান শিক্ষক মাঠের মধ্যে পড়ে গিয়েছিলেন। এ জন্য ওকে দিয়ে প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ানো হয়েছে। পরে আলাদা করে শিক্ষকদের নিয়ে বসে তিনি বলেছেন, একজন ভালো শিক্ষক হতে হলে ভালো বাবা হতে হবে। এভাবে শিক্ষার্থীর গায়ে হাত তোলা ঠিক হয়নি। তিনি শিক্ষকদেরও তিরস্কার করেছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম বলেন, আজই তিনি ঘটনাটি সম্পর্কে জেনেছেন। এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন।

এ ব্যাপারে শিক্ষার্থীটির মায়ের সঙ্গে কথা বলার জন্য একজন প্রতিবেশীকে তাঁদের বাড়িতে পাঠানো হয়। সন্ধ্যা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত মা ও ছেলেকে বাড়িতে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী জানান, যে শিক্ষক মেরেছেন, তিনি আওয়ামী লীগ করেন। আর তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগের আরেকটি গ্রুপ বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে। তাঁরাই ছেলে ও তার মাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন। 
Copy- প্রথম আলো 

রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

সিংরায় তরুনদের উদ্যগে ইফতার বিতরন

সিংরায় তরুনদের উদ্যগে ইফতার বিতরন


ছবি- নাটোর কন্ঠ 24



নিজেরা না খেয়ে অন্যর মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা


নিজেরা না খেয়ে বা কম খেয়ে হলেও পথশিশুদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলে ওরা ভীষণ তৃপ্তি অনুভব করে। নিজেরা সবাই নানা সমস্যায় জর্জরিত পরিবারের সদস্য হলেও পথশিশুদের বা পথে থাকা মানুষদের অনাহারে থাকা মুখগুলো তাদের কষ্ট দেয়। অনাহারে কষ্ট পাওয়া মানুষের চাহনি ওদের কচি মনে ঝড় তোলে, তাই সংঘবদ্ধ হয় কিছু একটা করার জন্য।

এমনই উদ্যোগে গড়ে ওঠে প্রিজমিয়ান নেক্সট জেনারেশন (পিএনজি) নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।



নিজেদের খরচের টাকা বাঁচিয়ে, বাহিরে চা নাস্তা বাদ দিয়ে সবাই মিলে কিছু টাকা যোগাড় হলেই ছুটে যায় নানা জায়গায় অনাহারির মুখে খাবার তুলে দিতে। জেলায় জেলায় ঘুরে ওরা রান্না করা খাবার বিতরণ করেন।

শুক্রবার  সিংরা এলাকায় এমন কর্মসূচি বাস্তবায়নের সময় কথা হয় সংগঠনটির নাটোর ইউনিটের সমন্বয়কারী তানভীর আহম্মেদের সঙ্গে। তানভীর জানান, সিংরা শহরের উপজেলা কোয়ার্টার  চত্তরে তাদের উদ্যগে নিজারাই রান্না করে ইফতার এর আগে বেরিয়ে পরেন বিভিন্ন মাদরাসা এবং গরিব দুখি মানুষের কাছে

সংগঠনের প্রতিষ্ঠাতা রেডিও জকি ও তরুণ লেখক শরিফা সুহাসিনী বলেন, সামান্য এক প্যাকেট খাবার হাতে পেয়ে অনাহারির মুখে যে প্রশান্তির হাসি দেখতে পাওয়া যায় পৃথিবীতে এর চেয়ে সেরা আনন্দের আর কিছুই নেই।

শোভা ও শ্রেয়াসহ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে করোনার আগে যাত্রা শুরু হলেও এখন সংগঠনের পরিসর বৃদ্ধি পেয়েছে। দেশের ১১ জেলায় তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত হয়েছে।

আয়োজক তরুণ শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই শিক্ষার্থী, বেশি ব্যয় করার সাধ্য নেই। তবুও নিজেদের সীমিত সাধ্যে অন্তত এক বেলা অনাহারীর মুখে আহার তুলে দিতেই এই প্রচেষ্ঠা।

 

Natore-Kontho24